“ক্ষুধা-দারিদ্র্যম্ক্তু বাংলাদেশের স্বপ্ন ও বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা সভা

স্বেচ্ছাব্রতী নাগরিক সংগঠন প্রত্যাশা ২০২১ ফোরামের উদ্যোগে আজ ঢাকা মোহাম্মপুর লালমাটিয়াস্থ ফোরামের নিজস্ব কার্যালয়ে ‘ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন ও বঙ্গবন্ধ’ু শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। ফোরামের সভাপতি এস এম আজাদ হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রুহি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয় মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুর রাজ্জাক সরকার। ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন ও বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা পর্বে আলোচকবৃন্দ বঙ্গবন্ধু স্মৃতিচারণের পাশাপাশি ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে তার আকাঙ্খার কথাগুলো বলেন। বঙ্গবন্ধু একজন নির্ভীক ও জনদরদী মানুষ ছিলেন। প্রখর মেধাবী, সুবক্তা, দক্ষ ও তীক্ষ্ম স্মৃতিশক্তি সম্পুন্ন একজন মানুষ ছিলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা-দারিদ্র্যমুক্ত একটি সুন্দর সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন।এজন্য তিনি সারাজীবন সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন। মেহনতি মানুষের জন্য তিনি কাজ করেছেন। এজন্যই তিনি আজ বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধুতে পরিণত হয়েছেন।
বাঙ্গালি ও বাংলাদেশের মানুস হিসেবে এটা আমাদের জন্য গর্বের। এ কথা অনিস্বীকার্য যে বাংলাদেশের কথা বলতে গেলে অনিবার্যভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম এসে যায়। কারণ বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ এবং বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। জনগণের স¦ার্থের সঙ্গে , দেশের স্বার্থের সঙ্গে নিজের স্বার্থকে তিনি একাত্ম করেছিলেন। পশ্চিম পাকিস্তানির ঔপনিবেশিক শাসনের শৃঙ্খল থেকে তিনি নিপীড়িত, শোষিত ও বঞ্চিত মানুষদের স্বাধীন করতে চেয়েছিলেন এবং সে পর্যন্ত তিনি সেই স্বাধীনতা এনে দিয়েছিলেন। সত্য ও ন্যায়ের পথ থেকে তিনি কখনো দূরে সরে যাননি এবং জীবনের শেষ রক্ত বিন্দু দিয়েও তিনি সেটি প্রমাণ করে দিয়ে গেছেন। তাই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস মানে বঙ্গবন্ধুর ইতিহাস এ কথা অস্বীকার করা যাবেনা। এছাড়াও আলোচনা পর্বের অনুষ্ঠানে বক্তারা বলেন আগামী ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে শুরু হচ্ছে মুজিব বর্ষ এবং এর পরের বছর ২০২১ অনুষ্ঠিত হবে স্বাধীনতার সুবর্ণজন্তী উৎসব। তাই এখন থেকে প্রত্যাশা ২০২১ ফোরামকে সরকারের সাথে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং ২০২১ সালে ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুবর্ণজন্তী উৎযাপন করতে পারি এই স্বপ্ন সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। তবেই আমরা বঙ্গবন্ধু সেই ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারব। আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রত্যাশা ২০২১ ফোরামের সহ সভাপতি শামছুন নাহার কোহিনূর, সহ সদস্য সচিব আসমা আক্তার, কার্য নির্বাহী সদস্য শামসুন নাহার আজিজ লীনা, ড. এস এম আরিফ আলম, এন এম সেলিম, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আন্জুমান আখতার ও শারমিন নাহার লিনা।