প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৯ ২১:০৯

বগুড়ায় ট্রাক ভর্তি তিন শ’ বস্তা সরকারী গমসহ ২ ডাকাত গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় ট্রাক ভর্তি তিন শ’ বস্তা সরকারী গমসহ ২ ডাকাত গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রাম থেকে ডাকাতি হওয়া ৩০০ বস্তা সরকারি গমসহ ট্রাক উদ্ধার করেছে বগুড়া সদর থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়,গ্রেফতারকৃত  দুই ডাকাত হলো, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সাবগাড়ী গ্রামের আব্দুস সামাদের ছেলে আজাদুল (৪৫) এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মহাখোলা গ্রামের আফসার আলীর ছেলে এনামুল হক।

পুলিশ জানায়, নারায়নগঞ্জ থেকে জয়পুরহাট খাদ্য গুদামে যাওয়ার পথে বগুড়া থেকে ট্রাকসহ গম ডাকাতির ঘটনা ঘটে।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, ৩ শ’ বস্তা সরকারি গমসহ ট্রাকটি নারায়নগঞ্জ থেকে ছেড়ে আসা জয়পুরহাট  খাদ্যগুদামে যাচ্ছিল। যানজটের কারণে গত ২২ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় বগুড়া শহরের তেলিপুকুরে ট্রাকটি দাঁড়িয়ে ছিল। এসময় ওই ট্রাকে চার ডাকাত  উঠে চালক ও হেলপারকে তাদের নিয়ন্ত্রণে নেয়। পথিমধ্যে নন্দীগ্রাম নামক স্থানে চালক ও হেলপারকে ট্রাক থেকে নামিয়ে দিয়ে ডাকাত দলের সদস্যরা ট্রাক নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়। বগুড়া সদর থানা পুলিশ অভিযান চালিয়ে রাজশাহীর বেলপুকুরিয়া থেকে ট্রাকসহ গম উদ্ধার করে। এ সময় ডাকাত দলের দুই সদস্যকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। অপর দুই ডাকাতকে পুলিশ  গ্রেফতারে জন্য চেস্টা চালিয়ে যাচ্ছে।

উপরে