দিনাজপুর-১ আসনের এমপি গোপালের পিতার পরলোকে গমন

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য ও দৈনিক পত্রালাপের সম্পাদক মনোরঞ্জন শীল গোপাল এর পিতা দীনেশ চন্দ্র শীল হৃদরোগে আক্রান্ত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন (দ্বিবান লোকান স্বগচ্ছতু)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৮৮) বছর।
সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের পিতা দীনেশ চন্দ্র শীল হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পড়লে গত ১৩ আগষ্ট দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালের ভতি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ২৪ আগষ্ট শনিবার অনুমানিক রাত ৮ টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেন।
মৃত্যুকালে তিনি, এক ছেলে ও এক মেয়ে নাতি নাতনি,আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সৎকার ফুলতলা শশ্মনঘাটে কখন অনুষ্ঠিত হবে তার সময় পরবর্তীতে জানানো হবে।
সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের পিতা দীনেশ চন্দ্র শীলের মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাড, জাকিয়া তাবাসসুম জুই, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর প্রেসকাবের সভাপতি স্বরুপ কুমার বকসি বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ওয়াহেদুল আলম আটির্ষ্ট, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ও দৈনিক পত্রালাপ পরিবার বর্গ, বীরগঞ্জ প্রেসকাবের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তারা শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ডিসেম্বর সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের মাতা নিত্য রানী শীল (৭৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেন।