হিলিতে বিএনপির ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক অভিযান

আসুন সচেতন হই-ডেঙ্গু প্রতিরোধ করি এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক র্যালী ও লিফলেট বিতরণ করেছে বিএনপি।রোববার (২৫ আগস্ট) দুপুরে দলীয় কার্যালয় থেকে উপজেলা বিএনপির উদ্যোগে নেত-কর্মীরা হিলি বাজার, বন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ সহ চেকপোস্ট এলাকায় এই কার্যক্রম চালায়।
এসময় তারা দোকান, পথচারি ও স্থানিয় লোকজনের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করনীয় ও উপায় সম্বলিত লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্লী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার সহ অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।