টিএমএসএস এর সঙ্গে ফাতেমাতুজ জোহরা (রাঃ) হেলথ কেয়ারের চুক্তি স্বাক্ষর
দিনাজপুরের বীরগঞ্জের ফাতেমাতুজ জোহরা (রাঃ) হেলথ কেয়ার সেন্টার ট্রাষ্ট ও টিএমএসএস এর মধ্যে গত শনিবার বগুড়ার ঠেঙ্গামারায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সভা কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তিতে স্বাক্ষর করেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম ও ফাতেমাতুজ জোহরা (রাঃ) হেলথ কেয়ারের পক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ আলতাফুর রহমান। এ চুক্তির উদ্দেশ্য দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র পরিবারের মধ্যে নাম মাত্র সেবা চার্জ গ্রহন করে স্বাস্থ্য সেবা প্রদান করা। এ চুক্তির আওতায় বৃহত্তর পরিসরে সর্বস্তরের মানুষের মধ্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। এ কাজে টিএমএসএস সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।
সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর,বীরগঞ্জ,টিএমএসএস
১ জুলাই, ২০১৯