শিবগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে স্বামী নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন
.jpg)
আজ রবিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরে অস্থায়ী প্রেস ক্লাবে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে মারপিট সহ নানাবিধ অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী স্বামী মুকুল মিয়া। সে গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের জাইগুলী গ্রামের মৃত: আজগর আলীর ছেলে।
লিখিত সংবাদ সম্মেলনে তিনি বলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের জামুরহাট গ্রামের গোলাম মোস্তফার মেয়ে মোছাঃ মাহফুজা খাতুন এর সঙ্গে গত ৫ বছর পূর্বে বিবাহ হয়। বিবাহর কিছুদিন পর স্ত্রী মহাফুজা নার্সিং এ চাকুরীর জন্য পরীক্ষা দেয় সে পরীক্ষায় টিকেও যায়। তখন চাকুরীর জন্য আমি জমি বিক্রি করে ৮ লক্ষ টাকা তার হাতে দিয়ে দেই। তিনি বলেন মাহফুজা চাকুরী পাওয়ার পর থেকে রাজশাহীতে বাড়ি ভাড়া করে আমাদের সংসার জীবনে সময় ভাল কাটছিল। হঠাৎ কিছুদিন পর থেকে গভীর রাতে মাহফুজার দেশ ও দেশের বাহিরের বন্ধুদের সঙ্গে মোবাইলে কথা বলা শুরু করে। এ কারণে তার সাথে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ সৃষ্টি হতো।
আমি তাকে কিছু বলতে গেলে সে ক্ষিপ্ত হয়ে প্রায় সময় আমাকে মারপিট করতো।মুকুল আরো বলেন কৌশলে আবারো আমার ব্যবহৃত মটর সাইকেলটি বিক্রি করে ৯০ হাজার টাকা ও সে হাতিয়ে নেয়। এর পরে সে তার মাকে সঙ্গে নিয়ে শিবগঞ্জের গ্রামের বাড়িতে চলে আসে। গত ২১ আগষ্ট পারিবারিক ভাবে মিমাংমার জন্য মাহফুজার বাড়িতে তার বড় আব্বা আমাকে ডেকে আনে। বাড়িতে আসার পর মাহফুজা ও তার মা রেহেনা বেগম ঘরের দরজায় শিকল দিয়ে আটকিয়ে রেখে আমাকে লাঠি দিয়ে বেধরক ভাবে মারপিট করে এবং আমার কাছে থাকা ব্যবসায়ীর নগদ দেড় লক্ষ টাকা কেড়ে নেয়। আমাকে আটকে রেখে মারপিটের কথা গ্রামের মধ্যে ছড়ে পড়লে গ্রামের সাধারণ মানুষ এগিয়ে এসে আমাকে প্রাণে রক্ষা করে। আমি উপায় না পেয়ে গত শুক্রবার শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছি। বর্তমানে তাদের পরিবারের পক্ষ থেকে আমাকে প্রাণ নাশের হুমকি প্রদান করা হচ্ছে। সংবাদ সম্মেলনের সময় তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।