হিলিতে ৬ বছরের শিশু ধষর্নের শিকার

দিনাজপুরের হিলি-হাকিমপুরে ৬ বছরের এক শিশু কন্যা ধর্ষণের শিকার হয়েছে। শিশুটির মা ধর্ষনের অভিযোগে সাগর মিয়া কলা (২০) নামের এক যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে।
পুলিশ এখনো ধর্ষককে গ্রেফতার করতে পারেনি। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে হাকিমপুর উপজেলার দক্ষিন জামালপুর মাটিকাটা গ্রামে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ তদন্ত রেজাউল করিম জানান, ধর্ষনের শিকার ৬ বছরের শিশু কন্যা দক্ষিন জামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্রী। স্কুল ছুটির পর বাড়ী বাহিরে খেলতে গেলে সাগর মিয়া কলা নামের এক প্রতিবেশী যুবক ওই মেয়েকে ফুসলিয়ে বাড়ীর পার্শ্বে কচু ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষন করে।
এ ব্যাপারে ধর্ষনের শিকার শিশুর মা হাকিমপুর থানায় উপস্থিত হয়ে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বিনধারা গ্রামের আ: মালেকের ছেলে সাগর মিয়া কলা বিরুদ্ধে অভিযোগ করে।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার শাকিল মাহমুদ জানান, প্রাথমিক ভাবে ওই মেয়েকে ধর্ষন করার আলামত পাওয়া গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রবিবার রাতে জয়পুরহাট সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।