নন্দীগ্রামে আস্থা প্রকল্পের উদ্দ্যেগে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে আস্থা প্রকল্পের উদ্দ্যেগে নারী ও কন্যা শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ও প্রতিকারে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় গন উন্নয়ন কেন্দ্রের আস্থা প্রকল্পের আয়োজনে নন্দীগ্রাম উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শারমিন আখতার, অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির, মহিলা বিষযক অধিদপ্তরের উপ-পরিচালক মো: শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আক্তার বানু, শিক্ষা অফিসার নজরুল ইসলাম, মাধ্যামিক শিক্ষা অফিসার একরামুল হক, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন, সাব রেজিষ্টার নাজমুল হক, আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী মো: মোখলেসুর রহমান পিন্টু, প্রোগ্রাম অফিসার মো: রুহুল আমিন, এসএমও আবু সাঈদ তুহিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আস্থা প্রকল্পের আইন ও সালিশ কেন্দ্রের ট্রেইনার আশিক আহমেদ।