শেরপুরে আ.লীগ নেতা মুক্তিযোদ্ধা আকিম উদ্দীর আর নেই
_PIC-26.08_.2019_.jpg)
বগুড়ার শেরপুরে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আকিম উদ্দীনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গত রোববার (২৫আগস্ট) রাত অনুমান ১০টায় উপজেলার শালফা হাফেজিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে প্রয়াত মুক্তিযোদ্ধা আকিম উদ্দীনকে গার্ড অব অনার দেয়া হয়। পরে স্থানীয় জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমানের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। একইদিন বিকেল ৫টার দিকে খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের ওই নেতা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শালফা গ্রামস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৭২বছর। মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে-তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ছেলেদের মধ্যে মো. রাশেদুল ইসলাম রাশেদ সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি দৈনিক যায়যায় দিন পত্রিকার স্থানীয় উপজেলা প্রতিনিধি কাজ করছেন।
প্রয়াত মুক্তিযোদ্ধ আকিম উদ্দীন কর্মময়জীবনে স্থানীয় সাবরেজিষ্ট্রি অফিসে মহরার (দলিল লেখক) ছিলেন। পাশাপাশি সক্রীয়ভাবে আওয়ামীলীগের রাজনীতি করতেন। তিনি দীর্ঘসময় খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এদিকে মরহুম আকিম উদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক বিবৃতি দেয়া হয়েছে। বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। বিবৃতিদাতারা হলেন-বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ মজিবর রহমান মজনু, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, সহ-সভাপতি আলহাজ মুনসী সাইফুল বারী ডাবলু, এড. গোলাম ফারুক, পৌর আওয়ামীলীগের সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক এড. রেজাউল করিম মজনু, ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঞ্জু, সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামাদ মন্ডল, পিএস কোরবান আলী মিলন প্রমুখ। অপরদিকে উপজেলা দলিল লেখক সমিতির সদস্য প্রয়াত আকিম উদ্দীনের মৃত্যুতে সংগঠনটির পক্ষ থেকে সোমবার (২৬আগস্ট) দিনব্যাপি কলম বিরতি, কালো ব্যাচ ধারণ, শোক র্যালি-আলোচনাসভাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।