বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে ওষুধ ছিটানো কার্যক্রম শুরু

বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ আজ সোমবার ডেঙ্গু প্রতিরোধে নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত ফগার মেশিন দ্বারা ওষুধ ছিটানো কার্যক্রম শুরু করে। উক্ত ওষুধ ছিটানো কার্যক্রম এ অংশ নেন শিক্ষা প্রতিষ্ঠান অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডি। তিনি বলেন, ডেঙ্গু রোগ বর্তমানে গোটা দেশ ব্যাপি এক আতংকের নাম। এ রোগে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে বলে আতংকের মূল কারন হয়ে দাঁড়িয়েছে। এ রোগ হতে পরিত্রান পেতে সর্বোপরি প্রয়োজন নিজেদেরকে সচেতন করে গড়ে তোলা। আমাদের লক্ষ্য রাখতে হবে বাসস্থান, অফিস-আদালত সহ চারিপাশে এডিস মশার লাভার জন্ম নিতে যেন না পারে। এলক্ষ্যে আমাদের প্রত্যেকেরই উচিত ঘরে-বাহিরে সকল স্থানে পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করা। এ সময় অন্যান্যের মধ্যে অংশ নেন পর্যবেক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা কাজী নাজনীন জাহান, সহকারি প্রধান শিক্ষিকা (দিবা শাখা) পারভীন আক্তার, প্রশাসনিক কর্মকর্তা সফিউল আলম নিটু সহ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।