বগুড়ায় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল পরিষদ বগুড়া আলোচনা সভা ও সঙ্গিতানুষ্ঠানের আয়োজন করেছে। আগামী ২৯ আগস্ট বিকালে কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনের রোমেনা আফাজ মুক্তমঞ্চে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
রবিবার রাতে বগুড়া শহরের টেম্পল রোডে নজরুল পরিষদ বগুড়ার কার্য নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি। বিশেষ অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না ও জজ কোর্ট বগুড়ার এডিশনাল পিপি আইনজীবী খোদাবকস তালুকদার।
নির্বাহি কমিটির সভায় সভাপতিত্ব করেন বগুড়া নজরুল পরিষদের সভাপতি এ্যাডঃ মনতেজার রহমান মন্টু। সাধারণ সম্পাদক হাকীম এম এ মজিদ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আসাদ হোসেন, এ্যাডঃ খোদাবক্স তালুকদার, সাংগঠনিক সম্পাদক আহম্মদ কবীর মিন্টু, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আউয়াল, প্রচার সম্পাদক এইচ আলিম, সহ সাংস্কৃতিক সম্পাদক মোতাহার হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।