প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯ ২১:৫৪

বগুড়ার দত্তবাড়ী সিএনজি অটোরিক্সা মালিক সমিতির নির্বাচনের দাবী

ষ্টাফ রিপোর্টার
বগুড়ার দত্তবাড়ী সিএনজি অটোরিক্সা মালিক সমিতির নির্বাচনের দাবী

আজ সোমবার সন্ধ্যায় বগুড়া সদরের পীরগাছা বন্দরে সিএনজি, অটোরিক্সা, বেবিট্যাক্সি মালিকদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।পীরগাছা বন্দরের সিএনজি মালিক শাহ জালালের  সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দত্তবাড়ী সিএনজি অটোরিক্সা বেবিট্যাক্সী মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিয়াদ।

তিনি বলেন, গত ৮ বছর  যাবৎ দত্তবাড়ী সিএনজি অটোরিক্সা ও বেবিট্যাক্সি মালিক সমিতির কোন নির্বাচন হয়নি, নির্বাচন ছাড়া অবৈধভাবে করে মতা গ্রহণ করে আছে অবৈধ মালিক সমিতির সভাপতি একরামুল করিম মিঠু।তিনি অগনতান্ত্রিক ভাবে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সাধারণ সম্পাদকের যুক্ত স্বার ব্যতিত একাই মালিক সদস্যের ভর্তির দশ হাজার টাকা  আদায় করে একক স্বারে বে-আইনিভাবে মালিকদেরকে জিম্মি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।  এবং বিভিন্ন দুর্নিতীর মাধ্যমে জোর করে অতিরিক্ত চেইন চাঁদা আদায় করছে। সাধারণ মালিকেরা বগুড়া জেলা প্রশাসনের জরুরী হস্তেেপর মাধ্যমে অবিলম্বে ভোটের ব্যবস্থার দাবী জানান। এ সময় বক্তব্য রাখেন  বিভিন্ন  সিএনজি  মালিক রফিকুল ইসলাম, মশিউর রহমান,রেজাউল করিম, রঞ্জু মিয়া লেবু, ছামছুল রাহাদ, জলিল, মেহেদী, সুমন, ,  বগুড়া শহর উত্তর সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি সাব্বির আহম্মেদ দোয়েল, জনি সিদ্দিকী, জহুরুল ইসলাম, নাইম, আশরাফুল, আব্দুল  মজিদ উজ্জল, ইনছান আলী,রফিকুল,  রিপন পাইকার, ও বগুড়ার বিভিন্ন রোডের সিএনজি অটোরিক্সা ও বেবিট্যাক্সির মালিক বৃন্দ।

উপরে