জাতির পিতার সমাধিতে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ এথেন্স মহানগর শাখার সভাপতির শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন শেখ রাসেল শিশু কিশোর পরিষদ এথেন্স মহানগর শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক। রোববার বিকেল ৫টায় সমাধি সৌধে ফুল দিয়ে তিনি এ শ্রদ্ধা জানান।
পরে তিনি ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু ভবনে যান এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। শেখ রাসেল শিশু কিশোর পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ এসময় তার সাথে ছিলেন।