হিলিতে নৈশ্যপ্রহরীকে বেঁধে দুর্ধর্ষ চুরি

দিনাজপুরের হিলি-হাকিমপুর উপজেলার ছাতনী বাজারে নৈশ্যপ্রহরীকে বেঁধে রেখে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ১২ টি অটো চার্জারের ব্যাটারী ও একটি কাপড়ের দোকান থেকে ছয় লাখ টাকার কাপড় চুরি করে নিয়ে গেছে।ছাতনী বাজার কমিটির সভাপতি মোহাম্মদ মাসুদ মিয়া জানান, আজ মঙ্গলবার (২৭ আগস্ট) ভোর রাতে উপজেলার ছাতনী বাজারে নৈশ্যপ্রহরী মানিক মিয়াকে বেঁধে রেখে মিলন মিয়ার মা গার্মেন্টস থেকে ছয় লাখ টাকার কাপড়, রাহেন আলীর দোকান থেকে দুটি অটো চার্জারের ব্যাটারী ও আব্দুস সামাদের দোকান থেকে ১০ অটো চার্জারের ব্যাটারী চুরি করে নিয়ে যায়।হাকিমপুর থানার ওসি (তদন্ত) রেজাউল করিম জানান, এই চুরির ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি। তবে সন্দেহভাজন কয়েকজনকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে।