সৈয়দপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে বাড়ি সামনের পুকুরে ডুবে তৌমুর (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার সকালে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চড়কপাড়া ওই ঘটনাটি ঘটে।জানা গেছে, উল্লিখিত এলাকার মো. রবিউল শেখের শিশু পুত্র তৌমুর (৬)। ঘটনার দিন আজ মঙ্গলবার সকাল সে পরিবারের সদস্যদের অগোচরে তাদের বাড়ির সামনে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে বাড়িতে দেখতে না পেরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন।এ সময় খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির সামনে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা পুকুর থেকে তাকে দ্রুত উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।এদিকে, আদরের শিশুপুত্রকে হারিয়ে তাঁর বাবা-মা এখন পাগল প্রায়। তাদের আহাজারিতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সংশ্লিষ্ট সংবাদ: নীলফামারী,সৈয়দপুর,শিশু মৃত্যু
১৭ জুন, ২০১৯
১৯ জুন, ২০১৯
১৯ সেপ্টেম্বর, ২০১৯