বীরগঞ্জের কালীর মেলা উচ্চ বিদ্যালয়ে বাবুল সভাপতি নিবাচিত
দিনাজপুরের বীরগঞ্জের কালীর মেলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নিবাচিত হয়েছেন মোঃ হুমায়ুন কবির বাবুল।বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঐতিহাসিক কালীর মেলা সংলগ্ন কালীর মেলা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ (ম্যনেজিং কমিটির) এর নির্বাচন ২৭ আগষ্ট সকাল ১১টায় বীরগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়ে নিবাচন কমিশনার রাবেয়া খাতুন এর উপস্থিতিতে ৯ ভোটের মধ্যে আবু বক্কর সিদ্দিক মাষ্টারের পুত্র অভিভাবক সদস্য মোঃ হুমায়ুন কবির বাবুল ৫ ভোট পেয়ে কালীর মেলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নিবাচিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক টলিন চন্দ্র রায়, দাতা সদস্য আলহাজ শুকু মিয়া, অভিভাবক সদস্য রাজিউল ইসলাম, শহিদুল ইসলাম, হরি গোপাল রায়, শিক্ষক প্রতিনিধি ওলেস চন্দ্র রায়, শাজাহান আলী, শাহিদা আক্তার প্রমুখ।উল্লেক্ষ, ২০ আগষ্ট বিদ্যালয়ে সকলের উপস্থিতিতে অভিভাবক সদস্য নির্বাচন হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি