মুজিবসেনা ঐক্যলীগ বগুড়া জেলা কমিটি গঠন

মুজিবসেনা ঐক্যলীগ বগুড়া জেলা শাখা ৭৫ সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে আবু মোঃ তারেক পাপ্পুকে সভাপতি ও মোঃ মামদুদুর রহমান জুম্মানকে সাধারন সম্পাদক করে কেন্দ্রীয় সভাপতি ও সাধারন সম্পাদক অনুমোদন করেন। কমিটি অনুমোদনকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, এ কমিটি গঠনের মধ্য দিয়ে ভিশন ২১ এবং ভিশন ৪১ বাস্তবায়নে প্রতিটি সদস্য হবে নিবেদিত প্রান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে মনে-প্রানে লালন করার মধ্য দিয়ে মুজিবসেনা ঐক্যলীগের সার্থকতা খুঁজে পাবে এ দেশের জনগণ। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ডকে বেগবান করার লক্ষ্যে এ কমিটি নিরলসভাবে কাজ করবে।
সংশ্লিষ্ট সংবাদ: মুজিবসেনা ঐক্যলীগ,বগুড়া,কমিটি গঠন
১৪ সেপ্টেম্বর, ২০১৯