নন্দীগ্রামে ইলেকট্রিশিয়ান দিয়ে তৈরী হচ্ছে পল্লী বিদ্যুৎ বিল,ভোগান্তিতে গ্রাহক

বগুড়ার নন্দীগ্রামে পল্লী বিদ্যুৎ অফিসে চলছে চরম অনিয়ম। ইলেকট্রিশিয়ান দিয়ে চলছে মহাগুরত্বপূর্ণ কারেন্ট বিল প্রস্তুতের কাজ। ফলে বিল প্রস্তুতে ভূল হওয়ায় গ্রাহকদের পড়তে হচ্ছে বিড়ম্বনায়। অনেক সময় দ্বিগুন আকারে বিল তৈরী করা হয় বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত তথ্যে জানাগেছে, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় নন্দীগ্রাম সাব জোনাল অফিসে বর্তমান গ্রাহক সংখ্যা ৪৩ হাজার। এই গ্রাহকদের প্রতিমাসে বিল প্রস্তুত করে তাদের কাছে পৌছে দিতে হয়। কিন্তু বর্তমানে ৪৩ হাজার গ্রাহকের বিল প্রস্তুত করা ও বিলি করার জন্য নন্দীগ্রাম অফিসে মাত্র ১৫ জন মিটার রিডার রয়েছে। কিন্তু ৪৩ হাজার গ্রাহকের বিল তৈরী ও বিলি করা ১৫ জনের পক্ষে একেবারেই অসম্ভব আর তাই তারা ইলেকট্রিশিয়ান ও বিভিন্ন লোকজনের মাধ্যমে বিল প্রস্তুত ও বিলি করার কাজ করে নিচ্ছে।
এদিকে ইলেকট্রিশিয়ানরা মিটার দেখে বিল না করে তাদের ইচ্ছেমত বিল তৈরী করে অফিসে জমা দিচ্ছে। এতে করে প্রতিটি মিটারের বিল দ্বিগুন হচ্ছে বলে গ্রাহকরা অভিযোগ তুলেছে। অনেকে আবার বলেন, ইলেকট্রিশিয়ানরা বিল বাড়ি বাড়ি বিলি না করে গ্রামের মোড়ে বসে বিলি করছে ফলে সঠিক সময়ে বিল গ্রাহকরা পায়না। আবার বিল পাওয়ার দুই দিন পরেই পরিশোধের শেষ তারিখ হওয়ায় অনেক সময় জরিমানা দিয়ে বিল দিতে গিয়ে তাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন মিটার রিডার জানান, ৪৩ হাজার গ্রাহকের বিল নির্দিষ্ট সময়ের আগে প্রস্তুত ও বিলি করতে না পারলে হুমকির সম্মুখীন হতে হচ্ছে। ভাটগ্রামের আবুল কাশেম বলেন আমার নতুন মিটার এক মাসে ১২৪ ইউনিট ব্যাবহার করছি অথচ বিলের কাগজে ৯৬০ ইউনিট ব্যবহারের কথা উল্লেখ করে ৮ হাজার টাকা বিল দেখানো হয়েছে। যদি আমার নতুন মিটার না হতো তাহলে আমাকে ৮ হ্জার টাকায় বিল দিতে হতো। অন্যদিকে কৈগাড়ির জাহেদুর রহমান বলেন জুন মাসের বিলের চাইতে আগষ্ট মাসের বিল দ্বিগুন আকারে করা হয়েছে। আবার রিধইল গ্রামের হারুনুর রশিদ বলেন, আমার বিলের কাগজে ১১৫ ইউনিট ব্যবহারের কথা উল্লেখ থাকলেও বিল দেখানো হয়েছে ১ হাজার টাকা। ত্রুটিপূর্ণ বিল অফিসে ঠিক করতে গেলে ঘন্টার পর ঘন্টা বিলম্ব হচ্ছে ফলে ভোগান্তিতে পড়ছে গ্রাহকরা। এবিষয়ে নন্দীগ্রাম সাব জোনাল অফিসের এ. জি. এম মো: মাজাহারুল ইসলাম বলেন, ওই রকম অভিযোগ শুনেছি তবে অফিসে জনবল কম থাকার জন্যে এমন সমস্যার সৃষ্টি হচ্ছে । তবে এ বিষয়ে উধর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।