কক্সবাজারে বখাটেদের অত্যাচারে অটোরিক্সা থেকে লাফ কলেজ ছাত্রীর

বখাটেদের অত্যাচারে কক্সবাজারের চকরিয়ায় সিএনজি অটোরিক্সা থেকে লাফ দিয়েছেন এক কলেজছাত্রী। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি। চলন্ত অটোরিক্সাতেই বখাটেরা তাকে নানাভাবে উত্ত্যক্ত করছিল বলে অভিযোগ মিলেছে।মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার জিদ্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ চালকসহ অটোরিক্সার কথিত যাত্রীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
সূত্র জানায়,মঙ্গলবার বিকেলে ভয়াবহ বখাটেপনার শিকার হন চকরিয়া সরকারি কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী শামসুন্নাহার মুন্নি (১৮)। তাদের বাড়ি কাকারা ইউনিয়নের পাহাড়তলী গ্রামে। বাবার নাম মোজাম্মেল হক। অটোরিক্সার চালকসহ যাত্রীবেশী বখাটেরা আশেপাশের গ্রামের বাসিন্দা।আহত শিক্ষার্থীর বরাত দিয়ে নিকটাত্মীয়রা জানান, কলেজ ছুটি শেষে মুন্নি পৌরশহর চিরিঙ্গা থেকে নিজ বাড়ি ফিরছিলেন। মাঝেরফাঁড়ি যাওয়ার জন্য তিনি যে অটোরিক্সা ঠিক করেন সেখানে আরো কয়েকজন অল্পবয়সী পুরুষ যাত্রী ছিলেন। যাত্রা শুরুর পর সকলে মিলে উত্ত্যক্ত করতে থাকে মুন্নিকে। চালক তাদের সহযোগিতা করে। এ অবস্থায় মুন্নি ভয়ে চলন্ত অটোরিক্সা থেকে লাফিয়ে সড়কে পড়ে গুরুতর আহত হন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার জিদ্দাবাজার এলাকায় বেলা সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। বখাটেরা পালিয়ে যায়।
স্থানীয়রা মুন্নিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। শিক্ষার্থীর শরীরে বেশ কিছু গুরুতর জখম রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে চকরিয়া থানার পুলিশ টিম। এ দলের নেতৃত্ব দেওয়া এসআই ইসমাইল হোসেন বলেন, 'অটোরিক্সার চালক ও যাত্রীবেশে থাকা বখাটেদের একজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে। ঘটনার পর সকলেই আত্মগোপনে চলে গেছে।'
সূত্র জানায়,উত্ত্যক্তের ঘটনায় জড়িতরা স্থানীয়ভাবে পরিচিত। পুলিশ আন্তরিকভাবে চেষ্টা করলে সহজেই আটক করতে পারবে। চালকসহ পাঁচজন কলেজছাত্রীকে উত্ত্যক্ত করে বলে বর্ননা মিলেছে। তাদের মধ্যে পুলিশ যে দুজনকে শনাক্ত করেছে তাদের নাম কবির হোসেন (২৫) ও জিকু (২৪)।অটোরিক্সা চালক কবির হোসেন কাকারা ইউনিয়নের দক্ষিণ লোটনী গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। আর রাজমিস্ত্রী জিকু একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বটতলী গ্রামের বশির আহমদের ছেলে।