কুড়িগ্রামে ভিডিপি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান
_.jpg)
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ২১দিন মেয়াদী ১ম ধাপ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদেরকে রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে বরণ ও প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র সার্কেল অ্যাডজুটান্ট মোঃ তৌহিদ উজ জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ইব্রাহিম খান, জেলা দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা, উপজেলা প্রশিক্ষক রুহুল আমিন ও মোঃ মাইদুল ইলাম মুরাদ, নায়েক মুজিবর রহমান, মনিটরিং মাঠকর্মী স্বপন খানপ্রমূখ। প্রশিক্ষণটি শুরু হয় ২৫ আগস্ট। কুড়িগ্রাম জেলার সকল উপজেলা হতে ৯০ জন প্রশিক্ষণার্থী উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।