সিংড়ায় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
_.jpg)
নাটোরের সিংড়ায় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে বাস টার্মিনাল থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে বাসষ্ট্যান্ডে সমাবেশে করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, সিংড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) নেয়ামুল আলম, ট্রাফিক সার্জেন্ট রনি পোদ্দার, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক হাসান ইমাম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।