বগুড়ার কলেজ ছাত্রের মৃত্যুকে দুর্ঘটনা নয় হত্যা দাবী করে মানববন্ধন

সরকারি শাহ সুলতান কলেজের ছাত্র সাব্বির রহমান শাওনের মৃত্যুর কারণ দুর্ঘটনা দেখিয়ে তাকে হত্যার বিষয়টি ধামাচাপা দেয়া হচ্ছে এমন দাবিতে আজ বেলা ১১ টায় শহরের সাতমাথায় মানববন্ধন করেন তার সহপাঠি ও এলাকাবাসি।
১১ আগস্ট সন্ধ্যা থেকে নিখোঁজ বগুড়া ঠনঠনিয়া সুফিপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে সাব্বির রহমান শাওনের মৃতদেহ নয় মাইল ঢাকা-রংপর মহাসড়ক থেকে উদ্ধার করে পুলিশ। শাওনকে তার এলাকার মিঠু ও মুন্না নামে দুই বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে দাবি করে শাওনের মা। পরে রাত ১০ টায় শাওনের মোবাইলে তার বাবার সাথে যোগাযোগও হয়। কিন্তু রাত ১২ টার পর থেকে শাওনের মোবাইল বন্ধ পেয়ে সঙ্গে থাকা মিঠুকে মোবাইলে কল করা হলে সে জানায় শাওন শহরের আলতাফ আলী মার্কেটে রয়েছে এবং মিঠু বাড়ি চলে এসেছে। রাত আরো গভীর হলে শাওনের মা,ভাই,বাবা তাকে খুঁজতে শহরে বের হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। সেসময় মিঠুও তাদের সঙ্গে যোগ দেয়। পরে, ভোর ৫ টায় শাওনের মৃতদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়।
নিহত শাওনের পরিবারকে জানানো হয় পুলিশ ভোররাতে শাওনের মৃতদেহ নয় মাইল এলাকায় মহাসড়কের পাশ থেকে উদ্ধার করে। ময়না তদন্ত শেষে শাওনের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত শাওনের মা সেরিনা আকতার দাবী করেন, পরিকল্পিতভাবে তার ছেলে সাব্বির রহমান শাওনকে হত্যার পর মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে মিঠু ও মুন্না। শাওনকে হত্যার উদ্দেশ্যেই বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবী করেন তিনি। এঘটনার তদন্ত সাপেক্ষে বিচারের প্রত্যাশায় থানায় অভিযোগ করা হলে পুলিশ জানায়, ঘটনাস্থলে সিসি টিভি ক্যামেরার ফুটেজ অনুসারে হত্যা নয় মটর সাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয় শাওনের।
জিজ্ঞাসাবাদের জন্য আটককৃত শাওনের সঙ্গে থাকা মিঠু পুলিশকে জানিয়েছে, ঘটনার দিন সন্ধ্যার পর থেকেই মুন্না শহরের বিভিন্ন জায়গায় তাকে আর শাওনকে মটরসাইকেলে করে ঘুরতে থাকে। এক পর্যায়ে মহাস্থানগড় থেকে আবার শহর হয়ে তারা শেরপুরে যায় এবং সেখান থেকে মিষ্টি ক্রয় করে ফেরার পথে নয়মাইল যমুনা গ্যাস কোম্পানীর সামনে মটরসাইকেলের পেছনে বসা শাওন মহাসড়কে পরে গেলে পেছন থেকে আসা একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই শাওনের মৃত্যু হবার পর মিঠু ও মুন্না ভয়ে ঘটনাস্থল ত্যাগ করে বাড়ি ফিরে আসে।
এদিকে , পুলিশের বক্তব্য অসত্য দাবী করে নিহতের পরিবার জানায় ঘটনার রাতের সম্পূর্ণ ভিডিও ফুটেজ তাদেরও দেয়া হয়নি । কেবল দুর্ঘটনার সময় টুকুর ফুটেজে দেখানো দুর্ঘটনা কবলিত মানুষটির পোষাক ও গঠন কোনভাবেই প্রমান করেনা সেটি শাওন। সেইসাথে সঙ্গে থাকা দুইজনের দ্রুত ঘটনাস্থল ত্যাগ এবং মিঠুর সেই রাতের সন্দেহজনক আচরনই প্রমান করে যে শাওন কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহত সাব্বির রহমান শাওনের মা সেলিনা আকতার বাদি হয়ে বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঠনঠনিয়া সুফিপাড়ার জামাল হোসেনের ছেলে মোঃ মিঠু (২০) এবং জিল্লুর রহমানের ছেলে মোঃ মুন্নাকে (২৮) আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। নিহত সাব্বির রহমান শাওন এবছর বগুড়া শাহসুলতান সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তির্ণ হয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করছিলেন।
এ ঘটনার সঠিক তদন্ত করে আসামীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবীর কথা বলা হয় শাওনের সহপাঠি ও এলাকাবাসির পক্ষে আয়োজিত মানবন্ধনে।