শাজাহানপুরে প্রবাসীর স্ত্রীকে ব্যাপক নির্যাতনের অভিযোগ

বগুড়া শাজাহানপুরে বৃ-কুষ্টিয়া গ্রামের প্রবাসী রফিকুলের স্ত্রীকে মঙ্গলবার রাতে ব্যাপক নির্যাতন করেছে স্থানীয় বখাটে মিজানুর রহমান আবু ও তার দুই সহযোগী। এঘটনায় থানায় অভিযোগ করেছে রফিকুলের ছেলে বিপ্লব হোসেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী রফিকুলের স্ত্রী বেবি বেগম প্রধান অভিযুক্ত মৃত আবু জাফরের ছেলে মিজানুর রহমান আবুর সম্পর্কে পড়শি চাচী হয়। স্বামী রফিকুল ইসলাম দেশের বাইরে থাকার সুযোগে চাচীকে বিভিন্নভাবে অনৈতিক কাজের কুপ্রস্তাব দিত। এতে রাজী না হওয়ায় কয়েক্ মাস পূর্বে এক রাতে চাচির ঘরেই প্রবেশ করে। এতে চিৎকার করলে আবু পালিয়ে যায়। পরের দিন এ ঘটনার কারন জানতে চাইলে বেবি বেগমের ছেলে ও বেবি বেগমকে দড়ি দিয়ে বেঁধে মারপিট করে অভিযুক্ত লম্পট আবু। এ ঘটনায় সেসময় থানায় মামলা করেছিল ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বেবি বেগম। মামলায় জামিনে এসে হুমকি ধামকি চলত অনবরত। এরমাঝে বেবি বেগম নিজস্ব জমিতে টিনশেট বাড়ি ভেঙ্গে ইটপাকা বাড়ি করতে গেলে প্রবাসী রফিকুলের জমিতে নিজের জমি আছে দাবী করে অভিযুক্ত আবু এখন পর্যন্ত সন্ত্রাসী বাহিনী দিয়ে হুমকি দিয়ে বাড়ি করতে দেয়নি। প্রবাসীর স্ত্রী, সন্তান একটি টিনের ছাপড়া করে বসবাস করছে।
এদিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পূর্বের মামলা তুলে নিতে হবে এমন হুমকি দিতে দিতে প্রবাসি রফিকুলের ছাপড়া ঘরের মধ্য প্রবেশ করে গাছের ডাল দিয়ে পিটিয়ে বাড়ির বাইরে ফেলে দেয়। বাইরে এনে আবার ইটের টুকরো ও ডাল দিয়ে পিটাতে থাকে। স্থানীয়রা এগিয়ে এসে মহিলাকে উদ্ধার করতে চাইলেও এদের দেশীয় অস্ত্রে ভীত হয়ে কেউ উদ্ধার করতে পারেনি। একপর্যায়ে অত্যাধিক নির্যাতনে বেবি বেগম অজ্ঞান হয়ে গেলে অভিযুক্তরা শটকে পড়ে।
এ ঘটনা থানা পুলিশকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে এসে মহিলাকে উদ্ধার করে বেশ কিছুন চেষ্টার পর মহিলার জ্ঞান ফিরে পায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ বেবি বেগমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে নির্যাতিত বেবি বেগম বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন জানান, মিজানুর রহমান আবু এ চড়ম বেয়াদপ এক বখাটে। আমরা স্থানীয়ভাবে ওকে বেশ কয়েকবার ভালো হতে বলেছি। ওর খারাপের মাত্রা বেড়েই গেছে। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানান তিনি।