বিরামপুরে বিনামূল্যে সার বীজ বিতরণ

বিরামপুর পৌর এলাকা ও ৭টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বুধবার (২৮ আগস্ট) বিনামুল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।খরিপ-২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির প্রণোদনা কর্মসূচির আওতায় বিরামপুর উপজেলার ৫০ জন চাষীর প্রত্যেককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি হারে এমওপি সার বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে চাষীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিক্সন চন্দ্র পাল ও ইউপি চেয়ারম্যানবৃন্দ।