বিরামপুরে কর্মজীবি নারীদের মেডিকেল ক্যাম্প

বিরামপুর পৌর এলাকার কর্মজীবি নারীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বুধবার (২৮ আগস্ট) স্বাস্থ্য সেবা প্রদান ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধিন কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ভাতাপ্রাপ্ত উপকারভোগী ৪৫০জন নারীকে এ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।এ উপলক্ষ্যে উপজেলা অডিটরিয়ামে মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, পৌর কাউন্সিলর আঙ্গুরা পারভীন, অধ্যক্ষ ফরহাদ হোসেন, ডাঃ মুহতামিমা সিফাত, কমিউনিটি মেডিকেল অফিসার মশিউর রহমান প্রমূখ।