বগুড়া পল্লী মঙ্গল সমিতির অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে ৭ দফা দাবিতে বিশাল মানব বন্ধন

বগুড়া ফুলবাড়ী পল্লী মঙ্গল সমিতির অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে ৭ দফা দাবিতে এক বিশাল মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় ফুলবাড়ী পল্লী মঙ্গল সমিতির অনিয়ম ও দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবন টিএন্ডটি কলেজ বাজার এলাকায় অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধন কর্মসূচিতে ৭ দফা দাবিতে বক্তব্য রাখেন, ফুলবাড়ী পল্লী মঙ্গল সমিতির অনিয়ম ও দূর্নীতি প্রতিরোধ কমিটির আহবায়ক মামুনুর রশিদ মামুন, মহসিন দরবেশ, বেনু সেখ, শাহিনুর ইসলাম, কুতুব উদ্দিনসহ শত শত এলাকাবাসি।
দূর্নীতি প্রতিরোধ কমিটির আহবায়ক মামুনুর রশিদ মামুন বলেন, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে মানব বন্ধন কর্মসূচি পালন করেছি। এলাকার শতশত মানুষ মানব বন্ধনে উপস্থিত হয়ে তারা ফুলবাড়ী পল্লী মঙ্গল সমিতির অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে বক্তব্য প্রদান করে বলেন, অবিলম্বে জন সম্মুখে ফুলবাড়ী পল্লী মঙ্গল সমিতির নির্বাচন দিতে হবে। দ্রুত সাধারণ সভা অনুষ্ঠিত হতে হবে সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবন মাঠে। সাধারণ সভায় বিগত দিনের সকল প্রকার আয় ব্যয়ের হিসাব নিকাশ দিতে হবে। ব্যাংক একাউন্ট নাম্বার জন সম্মুখে প্রকাশ করতে হবে। গ্রহণযোগ্য গঠনতন্ত্র তৈরী করতে হবে একটি বিশেষ কমিটির মাধ্যমে। কমিটিতে কোন মাদকাসক্ত ব্যক্তি, জুয়ারুরা সদস্য থাকতে পারবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে দ্বি বার্ষিক নির্বাচন,নতুন গঠনতন্ত্রে উল্লেখ থাকতে হবে মাদকাসক্ত, জুয়ারু, মদখোর, চাঁদাবাজ, দখলবাজদের সমিতি থেকে আজীবন বহিস্কার করা হবে।