কাহালুতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন বাস্তবায়ন ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উঠান বৈঠক

বুধবার বগুড়ার কাহালুর নারহট্র সংগ্রামী প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন-২০১৩, বাস্তবায়ন ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উঠান বৈঠক উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারহট্র সংগ্রামী প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শামীম আহম্মেদ। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নারহট্র সংগ্রামী প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা বাবু বিমল কুমার সরকার, নারহট্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু রেজা (রিপন), নারহট্র ইউনিয়ন পরিষদের সচিব সোয়াইব, প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম খান, ইউ পি সদস্য রশিদা আকতার ওছিলা, এনজিডিও এর বগুড়ার প্রোগ্রাম অফিসার রেজেওয়ানা প্রধান, স্বেচ্ছাসেবা ওকছুমন, নারহট্র সংগ্রামী প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ। উঠান বৈঠকে মোট ১৫ জন অংশগ্রহন করে। এদের মধ্যে ৩ জন নারী ও ১২ জন পুরুষ। উঠান বৈঠকে প্রতিবন্ধী ব্যক্তিদের রাজনৈতিক ও সামাজিক অবস্থান পরিবর্তনের জন্য করনীয় এবং ভোটাধিকার অংশগ্রহন ও নির্বাচন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।