অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিনত জয়পুরহাট টিটিসি

জয়পুরহাট কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) তে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতির আখড়া পরিনত এ প্রতিষ্ঠানে ছায়া অধ্যক্ষ হিসেবে কাজ করছে অধ্যক্ষের শ্যালক ওয়াসিম মিয়া। অথচ তার শ্যালক সরকারিভাবে এই প্রতিষ্ঠানের কোন দায়িত্বেই নেই। ওয়াসিম মিয়ার বিনা কথায় ও তার কাছে তদবীর না করায় কোন কাজ হয়না এই টিটিসিতে। এমনকি অধ্যক্ষের শ্যালক ওয়াসিম মিয়া ২ মাস মেয়াদী ড্রাইভিং কোর্সের ছাত্র হয়েও নিজে প্রশিক্ষক হিসেবে কাজ করছে। এছাড়াও বিভিন্ন প্রশিক্ষনার্থীদের সারা বছরের খাবার পরিবেশনসহ বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রন করে অধ্যক্ষের শ্যালক। তার শ্যালকের বিরুদ্ধে কেউ মুখ খুললে তাকে নানা ভাবে হয়রানী করা হয়।
এদিকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স কোর্সে সেপ্টেম্বর-ডিসেম্বর ২০১৯ সেশনের দুটি শিফটে ৫ম ও ৬ষ্ঠ ব্যাচে ৪০ জন এবং ২০২০ সেশনের জানুয়ারী-এপ্রিল দুটি শিফটে ৪০ জনকে ৭ম ও ৮ম ব্যাচে অগ্রিম ভর্তির রেজাল্ট দেওয়া হয়েছে। এখানে মৌখিক পরীক্ষা দিতে আসা ৩০/৩৫ জন পরিক্ষার্থীদের অভিযোগ, ভাল মৌখিক পরীক্ষা দিয়েও কোর্সে তাদের চান্স মেলেনি। প্রকৃত যোগ্যতা সম্পন্ন মেধাবীদের না নিয়ে নেওয়া হয়েছে অধ্যক্ষের পছন্দমত প্রার্থীদের। তাই প্রকৃত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের দাবি নতুন করে মৌখিক পরীক্ষা নিয়ে সঠিক রেজাল্ট দেওয়া হোক।জয়পুরহাট কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) তে সরেজমিনে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অধ্যক্ষ প্রকৌঃ দেলোয়ার উদ্দীন আহমেদ তার অফিসে তালা লাগিয়ে পালিয়ে গিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে রাখে।
পরে তার অধিনস্থ এক ইন্সট্রাক্টর (রাজস্ব) জিএস সুলতান আল-আমিন জানান, সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে আমার অধ্যক্ষ স্যার পালিয়ে যান। এই অধ্যক্ষ আগের অধ্যক্ষের কাছ থেকে দায়িত্ব লিখিতভাবে বুঝিয়ে না নিয়ে দীর্ঘ ৮ মাস ধরে তিনি নিজের ইচ্ছা মত প্রতিষ্ঠানের সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অধ্যক্ষ কখন অফিসে আসে, অফিস থেকে চলে যায় তা কেউ জানেনা। তার শ্যালক ওয়াসিম মিয়াকে দিয়ে অফিসের সব কাজ পরিচালনা করে থাকেন। এছাড়া তিনি আরও অভিযোগ করে বলেন, ড্রাইভিং এর মৌখিক পরীক্ষায় আমাকে না নিয়ে যারা রাজস্বর বাহিরে সেই তার মনমত শিক্ষক দিয়ে মৌখিক পরীক্ষা গ্রহন করেছেন। অধ্যক্ষ মৌখিক পরীক্ষায় থাকার কথা থাকলেও তিনি একবার এসেই চলে যান। তাছাড়া মৌখিক পরীক্ষায় বহিরাগত লোকজনদেরও রেখেছিল। পরে নিজেই রেজাল্ট শীট তৈরী করে ফেসবুক এবং অফিসের দেওয়ালে লাগিয়ে দেয়। এসব ঘটনা সঠিক কিনা সিসি টিভি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখলে সব পাওয়া যাবে।
তিনি অভিযোগ করে আরও বলেন, আমি অধ্যক্ষের বিভিন্ন ধরনের অন্যায় কাজে প্রতিবাদ করায় আমাকে লোকদ্বারা মারার হুমকি দেয় এবং আমাকে বিভিন্নভাবে লাঞ্চিত করে। এ ব্যাপারে আমি জয়পুরহাট জেলা প্রশাসক এর কাছে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছি। এছাড়া অধ্যক্ষ ৪০ দিন আগে প্রশিক্ষনার্থীদের বৃত্তির ২ লাখ ৮০ হাজার টাকা তুলে এনে তার পকেটে রেখেছেন।জয়পুরহাট কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মচারী জানান, এই অধ্যক্ষ আসার পর আমাদের কর্মচারীদের উপর বিভিন্নভাবে অত্যাচার করে। এমনকি আমাদের বেতনের টাকা থেকেও তাকে সন্তুষ্ট করতে হয়।
এদিকে টিটিসির প্রশিক্ষনার্থী আব্দুর রাহিম, শাহ জলিল রাসেল সহ অনেকে সাংবাদিকদের কাছে জানান, আমরা এই ক্যাম্পাসের মধ্যে মটর ড্রাইভিং শিখি। শুধু ক্যাম্পাসের ২০০ গজ জায়গায় ড্রাইভিং স্টেয়ারিং ধরা শিখায়। আমাদেরকে বাহিরে নিয়ে গিয়ে ড্রাইভিং শেখানোর কথা থাকলেও কর্তৃপক্ষ তা করেনা। তাহলে আমরা কিভাবে ড্রাইভিং শিখব? এছাড়া কয়েকজন মেয়ে প্রশিক্ষনার্থী জানান, এই টিটিসিতে প্রশিক্ষন নিতে এসে আমরা কিছুই শিখতে পারিনি। সরকারীভাবে যে খাবার দেয় তাও অতি নিম্ন মানের। এই খাবারের দায়িত্বে থাকেন অধ্যক্ষের শ্যালক ও স্ত্রী।এ ব্যাপারে সাংবাদিকরা বারবার অধ্যক্ষ প্রকৌঃ দেলোয়ার উদ্দীন আহমেদ ও তার শ্যালক ওয়াসিম মিয়ার বক্তব্য নিতে চাইলে তাদের দুজনেরই মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে জয়পুরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন জানান, এই কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসির) অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ আমার কানে এসেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর পরিচালক মোঃ নুরুল ইসলাম মুঠোফোনে সাংবাদিকদের জানান, ওই অধ্যক্ষের বিরুদ্ধে সকল অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।