কাহালুর ডবল মার্ডার মামলার এজাহারভুক্ত ৩ আসামী গ্রেফতার

কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে বগুড়ার শহরস্থ খোকন পার্কের সামনে থেকে পাইকড় বাগইলের ডবল মার্ডার মামলার এজাহার ভুক্ত ৩ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন কাহালু উপজেলার পিড়াপাঠ গ্রামের মৃতঃ নফেলের পুত্র বাবলু প্রাং (৪৩), একই গ্রামের মৃতঃ তালেক ওরফে তালেবের পুত্র আবু জাফর ওরফে জাফফার (৪০) ও আব্দুল হক সাকিদার এর পুত্র লিটন সাকিদার (৩৩)। উল্লেখ্য যে, ৩০/১২/১৮ইং তারিখে একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে কাহালুর পাইকড় বাগইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে সংলগ্ন এলাকায় নির্বাচনী সহিংসতায় আওয়ামীলীগনেতা ও ইউ পি সদস্য নাজমুল হুদা ডুয়েল ও যুবলীগনেতা আজিজুর রহমান নিহত হন। এ ঘটনায় নিহত আজিজুর রহমানের বড় ভাই জাহিদুর রহমান বাদী হয়ে কাহালু থানায় ১টি হত্যা মামলা দায়ের করেন।