নন্দীগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আঁশি হাজার টাকা খোয়ালেন ব্যবসায়ী

বগুড়ার নন্দীগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৮০ হাজার টাকা খুয়িছেন জর্দ্দা ব্যবসায়ী। জানাযায়, উপজেলার চুকাইপাড়া গ্রামের মৃত: তায়েজ উদ্দিনের ছেলে জর্দ্দা ব্যবসায়ী মহির উদ্দিন প্রতিবারের ন্যায় বৃহস্পতিবার বিকেলে বগুড়ার রাজা বাজারে জর্দ্দা বিক্রি করে ৮০ হাজার টাকা নিয়ে নন্দীগ্রাম বাড়ি ফিরছিলো পথিমধ্যে শাকপালা নামক স্থানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তার জর্দ্দা বিক্রির ৮০ হাজার টাকা খোয়া যায়। ক্ষতিগ্রস্থ মহির উদ্দিন বিলাপ করে বলেন, অনেক দিন ধরে কষ্ট করে জর্দ্দার ব্যবসা করে অল্প অল্প করে টাকা গুলো জমিয়েছিলাম। কিন্তু এক নিমিষেই সব শেষ হয়ে গেলো আমি পথের ফকির হয়ে গেলাম। এখন আমি আমার ব্যবসার পুঁজি কোথায় পাব। তার আহাজারিতে আশে পাশের বাতাস ভারি হয়ে উঠে।