নন্দীগ্রামে দুর্নীতি বিরোধী ছাত্র-ছাত্রীদের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে দুর্নীতি বিরোধী ছাত্র-ছাত্রীদের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় ও নন্দীগ্রাম সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতা, দুর্নীতি বিরোধী বিতর্ক, সাংস্কৃতি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে ২৯ শে আগস্ট দুপুর ১২ টায় প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র রায়ের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা দর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেগম লুৎফুন্নেছা, সদস্য সচিব মোজাহার হোসেন, সহকারী শিক্ষক নূরুল ইসলাম, মাসুদ রানা ও ফজর আলী লিটন প্রমুখ। এতে নন্দীগ্রাম সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।