বগুড়ায় কবি কাজী নজরুল’ মৃত্যুবার্ষিকী পালন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মানুষের কথা বলেছেন, শোষণ থেকে মুক্তির কথা বলেছেন।মানুষের মঙ্গলের কথা ভেবেছেন।অথচ এক শ্রেণীর মানুষ কাজী নজরুলকে ঘিরে ধর্মের কথা বলে বিভেদ করার চেস্টা করেছে।যারা এমনটি করার চেস্টা করে তারা মতলববাজ।বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা ও বাঙালির জন্য নিবেদিত হয়ে কাজ করেছেন। তাঁদের চেতনায় আর মননে বাঙালি ছিল চিরকাল।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শহীদ টিটু মিলনায়তনের রোমেনা আফাজ মুক্তমঞ্চে নজরুল পরিষদ বগুড়া আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বগুড়া জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া নজরুল পরিষদের সভাপতি এ্যাডঃ মনতেজার রহমান মন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, জজ কোর্ট বগুড়ার এডিশনাল পিপি আইনজীবী খোদাবকস তালুকদার। সংগঠনের প্রচার সম্পাদক এইচ আলিম’র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নজরুল পরিষদ বগুড়ার সাধারণ সম্পাদক হাকীম এমএ মজিদ মিয়া, সহ সভাপতি আসাদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আউয়াল, দপ্তর সম্পাদক আব্দুল্লাহেল কাফি, সহ সাংস্কৃতিক সম্পাদক মোতাহার হোসেন, উপস্থিত ছিলেন জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, জোটের প্রতিনিধি যথক্রমে দৌলতুজ্জামান দৌলত, মাহবুবর রহমান মানিক, এ্যাড: নুরুল ইসলাম চৌধুরী, হাসিবুল হাসান মুন, আব্দুল খালেকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অরিস্তা, নাজিফা, ইপসিতা, মুন, মূহুর্ত, পুস্পিতা, অর্পিতা, সেঁজুতিসহ বেশ কিছু শিল্পী নজরুল সঙ্গিত পরিবেশন করেন।