সাপাহারে সাপের কামড়ে এক মহিলার মৃত্যু

নওগাঁর সাপাহার উজেলার কলমুডাঙ্গা গ্রামে সাপের কামড়ে এক মহিলার মৃত্যু হয়েছে।
জানা গেছে, কলমুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী নুর জাহান আক্তার বগি(৪০) শুক্রবার সকাল ৮টায় মাটির বাড়ি লেপার কাজ করছিলেন এমন সময় ঘরের কোনায় একটি ফাঁটল দেখতে পেয়ে সেটি বন্ধ করতে সেখানে হাত দিতেই আগে থেকে থাকা গোখরা সাপটি তার ডান হাতের আঙ্গুলে পর পর দুইবার কামড় দেয়। এসময় নুর জাহান আক্তার সাপের বিষে যখন ছটপট করছিল সেসময় বাড়ির লোকজন তাৎক্ষনিক ওঝা ডেকে ঝাড়ফোক শুরু করেন, রোগির অবস্থার কোন উন্নতি না হওয়ায় রোগিকে দুপুর ১টা ২০মিনিটে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। মৃত নুরজাহানের ৩ মেয়ে ও ১ ছেলে আছে বলে জানা গেছে।