প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য গ্রেপ্তার
কুড়িগ্রামের উলিপুর উপজেলা থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ শুক্রবার ভোররাতে উপজেলার চাঁদনী বজরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক যুবকের নাম মো.মাইদুল ইসলাম (২১)। তিনি ওই এলাকার ফুলবাবুর ছেলে এবং বজরা এল.কে আমিন কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র।
রংপুরের র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো.মোতাহার হোসেন জানান, বৃহস্পতিবার মাইদুল ইসলাম তার ফেসবুকের ম্যাসেঞ্জারে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন নিশ্চিত কমন পড়ার কথা বলে দেয়। এ খবরের সূত্র ধরে তাকে শুক্রবার ভোররাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইন ডেস্ক