পঞ্চগড়ে ডায়াবেটিক হাসপাতালে শিশু ওয়ার্ড উদ্বোধন

পঞ্চগড় ডায়াবেটিক সমিতি ও মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালে শিশু ওয়ার্ডের সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পঞ্চগড় ডায়াবেটিক হাসপাতালের উন্নয়ন ও আধুনিকীকরণ প্রকল্পের আওতায় ১০ শয্যাবিশিষ্ট এই শিশু ওয়ার্ড নির্মাণ করা হয়।
শুক্রবার বিকেলে শিশু ওয়ার্ডের সেবা উদ্বোধন করেন পঞ্চগড় ডায়াবেটিক সমিতির প্রধান উপদেষ্টা ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। এ উপলক্ষে হাসপাতাল চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও হাসপাতালের সভাপতি সাবিনা ইয়াসমিন।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়াবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ডায়াবেটিক সমিতির সহ সভাপতি মুক্তিযোদ্ধা এটিএম সারওয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্বাস আলী, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মনসুর আলী, শিশু বিশেষজ্ঞ ডা. এ কে আজাদ, বাংলাদেশ জাসদ সভাপতি আব্দুল মজিদ বাবুল প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পঞ্চগড় ডায়াবেটিক সমিতি ও মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু।