কোটি যুবকের এক আওয়াজ চাই শিক্ষা চাই কাজ: যুব ইউনিয়ন।

লড়াই সংগ্রাম ও ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়নের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অদ্য শুক্রবার বিকালে সাতমাথায় বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির উদ্যোগে যুব সমাবেশ যুবনেতা সাজেদুর রহমান ঝিলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সাবেক যুবনেতা বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ফরিদ, যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও উদীচি শিল্পী গোষ্ঠী বগুড়া জেলা নেতা জনাব মোস্তাফিজুর রহমান ফিজু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সভাপতি ছাত্র নেতা নাদিম মাহমুদ,কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান আলী শেখ,টিইউসি বগুড়া জেলা কমিটির সহ সভাপতি ফজলুর রহমান, বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবির খান পাপ্পু,যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ তোহেব্বুল আলম সবুজ, যুবনেতা অখিল পাল, ফারহানা আকতার শাপলা,মিঠুন পাল,আবু বাসার চঞ্চল প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন দেশের জনসংখ্যার ৪০ ভাগ যুবসমাজের জন্য স্বাধীনতার ৪৮ বছর পরেও একটি যুগোপযোগী যুবনীতি প্রনিত হয়নি কয়েক কোটি বেকার যুবক যুবশক্তির একটি দৃশয়মান অংশ দেশ গড়ার চালিকা শক্তি না হয়ে ক্রমসই বিপদগামী হিসাবে সমাজের সকল অপকর্মে নিজেকে সম্পৃক্ত করছে।রাষ্ট্র ক্ষমতায় থাকা অথবা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার লাঠিয়াল বাহিনীতে পরিণত হচ্ছে। এর বিপরীতে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ প্রেমিক,দায়িত্বশীল,সৎ,নীতি ও আদর্শবান যুবসমাজ গঠনে যুব ইউনিয়ন নিরবিচ্ছিন্ন সংগ্রাম করছে।
বক্তারা আরও বলেন বাংলাদেশ যুব ইউনিয়ন কোটি যুবকের এক আওয়াজ চাই শিক্ষা চাই কাজ এই শ্লোগানকে সামনে রেখে অসুস্থ রাজনীতি নিয়ন্ত্রক কালোটাকার মালিক লুটেরা ব্যবসায়ী সন্ত্রাসী,দুর্নীতি, কুলসিত,রাজনীতির বিপরীতে,নীতিনিষ্ট আদর্শভিত্তিক রাজনীতি চর্চার ধারাকে শক্তিশালী করার আহ্বান জানান।বক্তারা বর্তমান ঘুঁনেধরা বৈষম্যের সমাজের বৈপ্লবিক আমুল পরিবর্তন ঘটিয়ে শোষন বঞ্চনামুক্ত তথা সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার অঙ্গীকার ব্যক্ত করেন।