বঙ্গবন্ধু জীবন দিয়ে বাঙ্গালি জাতিকে করেছে চিরঋণী: রাগেবুল আহসান রিপু

বগুড়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। তিনি একটা জাতি ও দেশ উপহার দিয়েছেন। তিনি দেশের প্রতীক, জাতির প্রতীক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি হিসেবে বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছেন। বর্তমান প্রজন্মের নিকট বঙ্গবন্ধুর আদর্শ, জীবনী, রাজনৈতিক দর্শনসহ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস, মাদক, দুর্নীতির বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন আপোষহীন। মানুষের মূল্যবান সময়ই হচ্ছে যৌবনকাল। সে সময়ের বেশির ভাগই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাবরণ করেছেন। তিনি স্বপরিবারে রক্ত উৎসর্গ করে অর্থাৎ জীবন দিয়ে বাঙ্গালি জাতিকে করেছে চিরঋণী।
তিনি আরো বলেন বঙ্গবন্ধু ছিলেন একজন সফল মহানায়ক। ১৫ই আগস্টে তাকে হত্যা করা মানে বাংলাদেশকে হত্যা করা, বাঙালি জাতিকে হত্যা করা। তাকে হত্যার মধ্য দিয়ে ইতিহাসে এক কালো কালিমার অধ্যায়ের সূচনা হয়েছিল। আমাদের ভবিষ্যত প্রজন্মের মাঝে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। বঙ্গবন্ধু বাঙালি জাতি ও বাংলা ভাষার প্রতি ছিল অম্লান ভালবাসা। তাঁর সময়কালে এদেশে সুশাসন প্রতিষ্ঠায় নবদিগন্তের সূচনা হয়েছিল।
শুক্রবার মুজিব সেনা ঐক্যলীগ বগুড়া জেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুজিব সেনা ঐক্যলীগ বগুড়া জেলা শাখার প্রধান উপদেষ্টা ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু একথাগুলো বলেন।
সংগঠনের সভাপতি আবু মোঃ তারেক পাপ্পুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এমদাদ। সংগঠনের সাধারণ সম্পাদক মামদুদুর রহমান জুম্মানের সঞ্চালনায় আলোচক হিসেবে অংশ নেন সংগঠনের সহসভাপতি নাহিদ হাসান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল লতিফ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য ও জনশক্তি বিষয়ক সম্পাদক ডা. এহতেশামুল হক রুবেল, সদস্য আব্দুল কাদের, কেএম শহিদুল হক, শ্রমিকলীগ নেতা সেলিম রহমানসহ প্রমুখ।