বগুড়ার শেরপুরে এরশাদের চল্লিশা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
_PIC-30.08_.2019_(1)_.jpg)
বগুড়ার শেরপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চল্লিশা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করা হয়েছে। শুক্রবার বেলা দুইটায় পৌরশহরের মুন ইরাফি গার্ডেন সিটি মার্কেটস্থ দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা ও পৌর শাখা জাতীয় পার্টির উদ্যোগে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. কাজী কাদের।
এতে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির কার্যনির্বাহী সদস্য মো. ওমর ফারুক, শেরপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুজ্জামান বারী মিথুন, সাংগঠনিক সম্পাদক প্রণয় মৈত্র ভজন, সহ-সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী, পৌর কমিটির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দীন, সৈনিক পার্টির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব পলাশ পোদ্দার, মো. শামীম হোসেন, যুব সংহতির সভাপতি প্রবীর মোহন্ত বল্টু, সাধারণ সম্পাদক দীপক সরকার, উপজেলা জাতীয় পার্টির নেতা জাকরুল বারী মাহবুব, এনামুল হক, ইনছান আলী, আব্দুল মান্নান, আব্দুল হান্নান, সাজ্জাদ হোসেন সাজু, সাহেব আলী, উৎপল মালাকার, নুর মোহাম্মদ, হবিবর রহমান হবি, গৌতম তাম্বুলী, মোস্তাফিজার রহমান মুক্তা, মো. সবুজ, মো. লিটন, শাকিল আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তরা দলের চেয়ারম্যান প্রয়াত হুসাইন মুহম্মদ এরশাদের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। এরপর তাঁর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. জুলফিকার আলী। উক্ত চল্লিশা অনুষ্ঠানে উপজেলা-পৌর কমিটির নেতারা ছাড়াও দলের অন্যান্য সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার একাধিক মসজিদ-মন্দিরেও অনুরুপ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে দলীয় সূত্র জানিয়েছেন।