পঞ্চগড়ে এরশাদের চেহলাম উপলক্ষে নাগরিক শোক সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে হুসাইন মোহাম্মদ এরশাদের চেহলাম উপলক্ষে কোরআন খতম, মিলাদ মাহফিল ও নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার পঞ্চগড় শেরে বাংলা পার্ক মুক্তমঞ্চে জেলা জাতীয় পার্টি এসব অনুষ্ঠানের আয়োজন করে। জেলা জাতীয় পাটির সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে শোক সভায় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আবু সালেক, সাংগঠনিক সম্পাদক সাদ্দারুল ইসলাম মুক্তা প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।