বগুড়ার শেরপুরে বাস চাপায় এক নারীর মৃত্যু

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোছা. তাহেরা বেগম (৫০)। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বোর্ডের বাজার এলাকার মো. আজিজের স্ত্রী। গত শুক্রবার (৩০আগস্ট) দিনগত রাত অনুমান আড়াইটার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সীমাবাড়ী ইউনিয়নের ধনকুন্ডি এলাকাস্থ একটি হোটেলের সামনে এই ঘটনা ঘটে।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, তাহেরা বেগম পরিবারের অন্য সদস্যদের সঙ্গে একটি বাসে ঢাকায় যাচ্ছিল। বাসটি উক্ত স্থানে গড়ে উঠা মহাসড়ক সংলগ্ন হোটেল পেন্টাগনে যাত্রাবিরতি দেন। পরে ওই নারী বাস থেকে নেমে মহাসড়কের পাশে দাঁড়ান। এসময় ডিপজল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাহেরা বেগম নামের ওই নারী যান। পরে নিহতের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া ঘটনার পরপরই দ্রুত পালিয়ে যাওয়ায় ঘাতক বাস ও বাসের চালক-হেলপার কাউকেই আটক করা সম্ভব হয়নি বলে পুলিশের এই কর্মকর্তা জানান।