প্রকাশিত সংবাদের প্রতিবাদ করলেন এমপি বাবলু

প্রকাশিত সংবাদের প্রতিবাদ করলেন (শাজাহানপুর-গাবতলী) ৪২বগুড়া-০৭ আসনের নবনির্বাচিত এমপি মোঃ রেজাউল করিম বাবলু। তাঁর সঙ্গে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবর সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমাকে নিয়ে একটি কুচক্রী মহল বিভিন্ন পত্রিকা, অনলাইন পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম গুলিতে আমার নামে মামলা, আমার গাড়ী ও আমি জাতীয় পার্টিতে যোগদান করব বলে যে সকল মিথ্যা সংবাদগুলি প্রাকাশ ও প্রচার করে চলছে তাহা সম্পুর্ন মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্র মুলক বটে।
ষড়যন্ত্রকারী মহলটি এতটাই একাট্টা যে, তারা নিজেদের লোকদেরকে খুন জখম করে আমাকে ফাঁসাতে পারে বলেও আমি শঙ্কা বোধ করছি। এ বিষয়ে আমার শুভাকাঙ্খিদের সতর্ক থাকার পরামর্শ প্রদান করছি। আমি নির্বাচিত হওয়ার পর থেকেই মহলটি বিভিন্ন দলে যোগদান এবং গত ২৮তারিখে জাতীয় পার্টিতে যোগদান নিয়ে যে মিথ্যা সংবাদগুলি প্রকাশিত করেছে তার সাথে আমার কোন সংশ্লীষ্টতা নেই।
কোন মুসলমানেরই উচিৎ নয় বলে আমি মনে করি যেহেতু আমি একজন মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি, যে আল্লাহ রাব্বুল আল-আমিন আমার সহ সকলের ভাগ্য নির্ধারন করে থাকেন। আমি আমার নির্বাচনী এলাকা শাজাহানপুর-গাবতলীবাসির নিকট চির কৃতজ্ঞ, যারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমি আমার এলাকাবাসির সাথে আছি এবং ভবিষ্যতেও থাকব এবং ভবিষ্যতে তাদের মতামত নিয়েই আমি সকল সিদ্ধান্ত গ্রহন করব, ইনশা-আল্লাহ। বিতারিত শয়তানের হাত থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন-আমিন।”