বগুড়া ফুলবাড়ী পল্লী মঙ্গল সমিতির মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

বগুড়া ফুলবাড়ী পল্লীমঙ্গল সমিতির পরিচয় দানকারী সভাপতি মাহফুজার রহমান গত ২৯ আগস্ট বগুড়া প্রেসকাবে যে সংবাদ সম্মেলন করেছেন তা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। মুলত শাক দিয়ে মাছ ঢাকার মত। আজ রোববার দুপুরে বগুড়া প্রেসকাব মিলনায়তনে সমিতির অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ কমিটি ওই সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, সমিতির সভাপতি মাহফুজার বলেছেন, দেড় যুগ যাবত সমিতির সাধারণ সম্পাদকসহ অন্য সদস্যরা নিস্ক্রিয় ছিল। পাল্টা সংবাদ সম্মেলনে ফুলবাড়ী পল্লী মঙ্গল সমিতির অনিয়ম দুর্নীতি প্রতিরোধ কমিটি আহবায়ক মামুনুর রশিদ মামুন বলেন, সভাপতি আপনী ও তথা কথিত সাধারণ সম্পাদক শাওন হঠাৎ কেন নিস্ক্রিয় থেকে সক্রিয় হলেন? মনে রাখবেন অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ কমিটির নিকট আপনাদের দুর্নীতির হিসাব দিতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকরা কখনও লুটপাট করেনা ।
আমরা লুটপাটের হিসাব চাই।বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী সেখ হাসিনা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সময়মত প্রত্যেকটি নির্বাচনের আয়োজন করে থাকেন। আপনী কেন? ১৮ বছরেও নির্বাচন করেননি। মুখে মুজিব আদর্শ,অন্তরে বিশ। ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য মুখে মুজিব আদর্শ প্রকাশ করে লাভ হবেনা। ১৮ বছর নির্বাচন ছাড়া পল্লী মঙ্গল সমিতি কি ভাবে পরিচালিত হয়ে আসছে? জনমনে নানা প্রশ্ন। লাখ লাখ টাকার আয় ব্যয় কেন সদস্যদের সামনে দাখিল করুন।অনির্বাচিত সমিতি কিভাবে দোকান ঘর ভাড়ার চুক্তি করে? ভাড়া আদায় করে। সারারাত ইলেকট্রিক ঝাড় বাতি, এসি চলে। সমিতির টাকায় ? না সভাপতি/ সাধারণ সম্পাদকের পকেটের টাকা? শাওনকে কেন সাধারণ সম্পাদক সিলেকসন করলেন? ভাড়া আদায়সহ বিভিন্ন উৎস থেকে লাখ লাখ টাকা আদায় করছেন? নিজেকে কেন ১৮ বছর যাবত বৈধ সভাপতি হিসাবে দাবি করেন? সমিতির ব্যাংক একাউন্ট নাই, রেজিষ্ট্রেশন নাই ।সমিতির কোটি টাকা কেথায়? কার পকেটে? জানতে চায় এলাকাবাসি। গম বরাদ্দ, বিভিন্ন সংস্থা থেকে অনুদান’র অর্থ কোথায়? আপনী সংবাদ সম্মেলনে বলেছেন, আপনার এত ভয় কেন? ফুলবাড়ী পল্লী মঙ্গল সমিতির সুষ্ঠ পরিচালনায় এক মাত্র ফুলবাড়ীর বাসিন্দারাই থাকবে। অন্য গ্রামের নয়। আর কত যুগ ক্ষমতায় থেকে অর্থ আতœসাত করতে চান?আপনার সংবাদ সম্মেলনে আপনার পিছনে ছিল ওরা কারা? কুথ্যাত সন্ত্রাসী,অস্ত্রবাজ, পুলিশের সাথে গোলাগুলি, চাঁদাবাজ, দখলবাজ আসামী, পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী কয়েকজন।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে ফুলবাড়ী পল্লী মঙ্গল সমিতির সদস্য হতে পারবেন শুধু মাত্র ফুলবাড়ী উত্তর পাড়া ও মধ্যপাড়ার বাসিন্দারাই। মিথ্যা বক্তব্য দিয়ে গঠনতন্ত্র পরিবর্তন করা যায় না। আপনী কি ভুলে গেছেন? এই সমিতির সদস্য ছিলেন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মাহবুবর রহমান মুকুল, বগুড়া করোনেশন স্কুলের প্রথান শিক্ষক শ্রদ্ধেয় মরহুম দেলোয়ার হোসেন স্যার, সাবেক ইউপি মেম্বার লুৎফর রহমান মথফর , শামিম, মরহুম গোলাম হোসেন,সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবু বক্কর সিদিক, কামাল পাশাসহ আরো অনেকে এই সমিতির সদস্য ছিলেন। মিডিয়ার মাধ্যমে আপনাকে জানাতে চাই? আর কত দিন আপনারা একই ব্যক্তি ফুলবাড়ী কবরস্থান ও ফুলবাড়ী পল্লী মঙ্গল সমিতি অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দখলে রাখবেন? এলাকাবাসী ফুঁসে উঠেছে আপনাদের দুর্নীতির বিরুদ্ধে।পকেট কমিটি ছেড়ে সাধারন সভার মাধ্যমে আয় ব্যয় দাখিল করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। এলাকার সচেতন মহলসহ সংশ্লিস্টদের প্রতি আহবান আপনারা ন্যায় সঙ্গত দাবি আদায়ের জন্য আমাদের সহযোগিতা করুন। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করতে চাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী এলাকার মহসিন দরবেশ, বেলু মৃধা, মজনু সেখ, আব্দুল খালেক, আয়নাল, আফজাল সেখ, আফজাল হোসেন, আপেল, কাউছার, শামিম, মিরু, সুজন, রাফি, রিপন, সাদ্দাম, ইসরাইল, সাইনুর, ইছব, শাহআলম, মুক্তাদির, পারভেজ, সিজ্জাক, সরদারসহ শতাধিক এলাকাবাসি।