প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৪৪

বগুড়ায় বিএমটিপি’র উদ্যোগে জাতির পিতার ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার
বগুড়ায় বিএমটিপি’র উদ্যোগে জাতির পিতার ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ বগুড়া জেলা শাখার আয়োজনে শনিবার রাতে শহরের গোহাইল রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মোজাফফর হোসেন বাদলের সভাপতিত্বে উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক পরিমল প্রসাদ রাজ, সংগঠনের সিনিয়ার সহ-সভাপতি আখলাকুর রহমান, সাধারন সম্পাদক ডেন্টিষ্ট সুজিত তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক  আপেল মাহমুদ ও রতন কুমার রায়, সাংগঠনিক সম্পাদক আল-আমিন পারভেজ, অর্থ সম্পাদক ডেন্টিষ্ট মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক রাহাত আহমেদ, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম তুহিন। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শুভ সরকার বাপ্পী, ইলিয়াস সিদ্দিক, নয়ন মিয়া, ইমরান হোসেন, আবু নাসের নিশান, রাসেল আহম্মেদ সহ অনেকে। এসময় জাতির পিতার রূহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির সকলের মঙ্গলের জন্য দোয়া পাঠ করা হয়। দোয়া পরিচালনা করেন রিয়াজুল জান্নাত জামে মসজিদের ইমাম মেডিকেল টেকনোলজিস্ট হাফেজ নাবিল।

উপরে