পাঁচবিবিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) অনুষ্ঠিত

পাঁচবিবিতে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) -২০১৯ (কিশোর ও কিশোরী) এর উদ্বোধনী অনুষ্ঠান আজ মঙ্গলবার বেলা ১০ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের এমপি সামছুল আলম দুদু।
বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনিরুল শহিদ মুন্না, পৌরসভা প্যানেল মেয়র নূর হোসেন, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন, মহিলা ভাইস রাজিনারা টুনি, পাঁচবিবি থানার অফিসার্স ইনচার্জ মুনছুর রহমান ও আয়মা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল আলম বেনু প্রমুখ। এ টূর্নামেন্টে উপজেলার ৯টি ফুটবল দল নাম তালিকাভূক্ত করেছে।