নন্দীগ্রামে টিকা কার্ড সংকটে হয়রানীর শিকার অবিভাবক

বগুড়ার নন্দীগ্রামে টিকা কার্ড সংকট হওয়ার কারনে শিশুর অবিভাবকরা কার্ড না পেয়ে হয়রানীর শিকার হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, নন্দীগ্রাম ইপিআই কর্মসূচির (টিকা দান) আওতায় গত জানুয়ারী ২০১৯ থেকে জুলাই-১৯ পর্যন্ত ২ হাজার ১শ ৫৯ জন শুণ্য থেকে ১ বছর বয়সী শিশুকে টিকা প্রদান করা হয়। প্রথম পর্যায়ে ৬শ জন শিশুকে টিকা কার্ড দেওয়া হয় এবং ২য় পর্যায়ে ১২শ জন শিশুকে টিকা কার্ড প্রদান করা হয়েছে।
সুত্রমতে, ৩শ জন শিশুর টিকা কার্যক্রম শেষ হলেও এখন পর্যন্ত তাদের কার্ড প্রদান করা হয়নি। এ বিষয়ে বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী গ্রামের জাহিদুল সহ বেশকিছু অবিভাবক এই প্রতিনিধিকে জানান, তাদের সন্তানদের বয়স ৬মাস পার হয়ে গেলেও দির্ঘদিন ধরে ঘুরিয়ে হয়রানীর শিকার হওয়ার পরে বারবার কর্তৃপক্ষকে বলার পরেও তাদের টিকা কার্ড প্রদান করা হয়নি। অপরদিকে অভিযোগ রয়েছে জন্ম তারিখ পরিবর্তন করার জন্যে কতিপয় অসত কর্মচারী প্রতি টিকা কার্ড ৫শ থেকে ১হাজার টাকা পর্যন্ত বিক্রয় করে থাকে। যার কারনে কম বয়সী মেয়েদের বেশি বয়স দেখিয়ে বিয়ে দেয়া হচ্ছে ।
এক্ষেত্রে জন্মনিবন্ধন কার্ডে বয়স বেশি থাকার কারনে মূলত বাল্য বিয়ে হলেও প্রশাসন হস্তক্ষেপ করতে পারছে না। অপরদিকে টিকা কার্ড বেশি দামে বিক্রি হওয়ার কারনে অবিভাবকরা বার বার বলেও টিকা কার্ড পাচ্ছেনা।
এবিষয়ে বিজরুল স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন বলেন, টিকা কার্ড সরবরাহ না থাকার কারনে সকল শিশুকে টিকা কার্ড প্রদান করা সম্ভব হচ্ছে না। তবে কার্ড আসলে সবাইকে প্রদান করা হবে।