জাহেদুর রহমান আওয়ামীলীগের পরিক্ষিত নেতা ছিলেন: রিপু

বগুড়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেছেন, নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি জাহেদুর রহমান আওয়ামীলীগের পরিক্ষিত নেতা ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি অনেকবার নির্যাতিত হয়েছে। নন্দীগ্রামে আওয়ামীলীগের রাজনীতিতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি।
গত ১লা সেপ্টেম্বর নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি জাহেদুর রহমানের ২য় মৃত্যুবার্ষিকীতে কুন্দারহাটে বিকেল সাড়ে ৫টায় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, আওয়ামীলীগ নেতা মুক্তারিন জাহিদ সরকার, জুলফিকার আলী, আনিছুর রহমান আলো, সোহেল রানা সোহাগ, খোরশেদ আলম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির, সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন সুমন, যুবলীগ নেতা ফারুক হোসেন ও ছাত্রলীগ নেতা তুহিন আহম্মেদ প্রমুখ।