বগুড়ার শেরপুরে সততার উজ্জ্বল দৃষ্টান্ত গড়লেন রিকসা চালক আকবর
_PIC-03.09_.2019_.jpg)
রাস্তায় ফেলে যাওয়া ব্যাগবর্তি মূল্যবান মালামাল ফিরিয়ে দিয়ে সততার উজ্জ্বল দৃষ্টান্ত গড়েছেন এক রিকসা চালক। ওই চালকের নাম মো. আস্ত আকবর। তিনি বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মৃত করিম বক্স প্রামাণিকের ছেলে।
গত শনিবার দিনগত রাত অনুমান দেড়টার দিকে শহরের স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকা থেকে মূল্যবান মালামালসহ ব্যাগটি কুড়িয়ে পান তিনি। পরে ব্যাগ ও মালের মালিককে খোঁজাখুঁজি করেন। কিন্তু মালিকের সন্ধান না পাওয়ায় ব্যাগবর্তি মালামাল বাড়িতে নিয়ে যান। পরদিন ১ সেপ্টেম্বর সকালে ঘুম থেকে ওঠেই রিকসা চালক আস্ত আকবর কুড়িয়ে পাওয়া মালামাল ভর্তি ওই ব্যাগটি নিয়ে থানায় উপস্থিত হয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবিরের কাছে জমা দেন। এরপর ওসি কুড়িয়ে পাওয়া ব্যাগটির বিষয়ে থানার ফেসবুক আইডির নিজস্ব ওয়ালে পোষ্ট করেন। মুহুর্তের মধ্যে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়ালে ব্যাগভর্তি মালের প্রকৃত মালিক শহরের টাউন কলোনী এলাকার নাদের রহমানের ছেলে মো. হাবিবর রহমান গত সোমবার রাতে থানায় হাজির হলে তাকে মালামালগুলো বুঝে দেন ওসি হুমায়ুন কবির।
থানা পুলিশ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, রিকসা চালক আস্ত আকবর দীর্ঘদিন ধরে পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় রিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন। প্রতিদিনের ন্যায় ঘটনার রাতে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীর জন্য অপেক্ষা করছিল। এ সময় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি মোটরসাইকেল যোগে নন্দীগ্রাম-শেরপুর আঞ্চলিক সড়ক থেকে ঢাকা-বগুড়া মহাসড়কে উঠা মাত্র বগুড়াগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল চালক ও আরেক পথচারী গুরুতর আহত হন। পরে বাসষ্ট্যান্ডে উপস্থিত থাকা লোকজন তাদের উদ্ধারে এগিয়ে আসেন। এসময় কে বা কারা ওই ব্যাগটি ফেলে রেখে যায়। একপর্যায়ে রিকসা চালক আস্ত আকবর মালামাল ভর্তি ওই ব্যাগটি কুড়িয়ে পান।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর বলেন, রিকসা চালক আস্ত আকবরের জমা দেয়া ব্যাগটিতে একটি ল্যাপটপ, পাসপোর্টসহ মূল্যবান জিনিসপত্র ছিল। কুড়িয়ে পাওয়া ওইসব জিনিসপত্র মালিককে ফিরিয়ে দেয়ার জন্য থানায় জমা দিয়ে মহত্ব ও সততার দৃষ্টান্ত দেখালেন। পরে ওইসব মালামাল প্রকৃত মালিককে বুঝে দেয়া হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
এদিকে ফেলে যাওয়া মালামাল ফিরে পেয়ে হাবিবর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করতে গিয়ে ভুলবশত ব্যাগটি ফেলে রেখে গিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো মালামাল ভর্তি ব্যাগটি চুরি হয়ে গেছে। এরপরও যখন খোঁজ করছিলাম তখন জানতে পারলাম রিকসা চালক একটি ব্যাগ থানায় জমা দিয়েছেন। পরে থানায় এসে দেখি এটিই আমার। ব্যাগে ল্যাপটপসহ অন্যান্য মালামাল সব ঠিক আছে। মালামাল ভর্তি ওই ব্যাগটি ফিরিয়ে দিয়ে রিকসা চালক আস্ত আকবর সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর মতো ভালো মানুষ এখনো পৃথিবীতে আছেন। আস্ত আকবরের কাছে আমি চিরকৃতজ্ঞ।
রিকসা চালক আস্ত আকবর বলেন, কারো কোনো জিনিসের প্রতি আমার কোনো লোভ নেই। ছিলও না কোনদিন। তাই ঘটনার রাতে ব্যাগটি পেয়ে মালিককে অনেক খোঁজা-খুজির পর না পেয়ে থানায় জমা দেন বলে জানান ওই রিকসা চালক।