সারিয়াকান্দিতে স্ত্রীর অধিকারের দাবীতে গৃহবধুর অনশন

বগুড়ার সারিয়াকান্দিতে স্ত্রীর অধিকারের দাবী নিয়ে আমরন অনশন করছেন এক গৃহবধু। জানা যায়, উপজেলার কুতুবপুর ইউনিয়নের সোলারতাইর গ্রামের মৃতঃ লুৎফর আলীর ছেলে রফিকুল ইসলাম ওরফে ভুট্রু (৪০) এর সাথে কামালপুর ইউনিয়নের গোদাখালী গ্রামের জনৈক মৃতঃ নুরুল ইসলাম মন্ডলের কন্যা কাজলী বেগম কল্পনা (৩৬) এর আনুমানিক ২০ বছর আগে বিবাহ হয়।
পরে দির্ঘ ১৮ বছর গার্মেন্টস শ্রমীক হিসাবে ঢাকায় কাজ করেন কাজলী বেগম। চাকুরী জীবনের সমস্ত উপার্জন নিজ পরিবারের জন্য ব্যায় করে বিভিন্ন আসবাব , বাড়ী , জমি ক্রয় করেন কাজলী । ঢাকায় থাকার সুবাদে কাজলীর স্বামী তার অনুমতি ছাড়াই প্রায় ৪বছর আগে রংপুর জেলার এক মেয়েকে দ্বিতীয় বিবাহ করেন। পরে কাজলীর উপার্জিত টাকায় নির্মিত বাড়ীতে তাকে ঢুকতে দেয়নি তার স্বামী। এমতাবস্থায় নিজ অধিকারের দাবীতে অনশন করছেন ঐ গৃহবধু।
এক সাক্ষাৎকারে কাজলী প্রতিবেদক কে বলেন আমি আমার বৈধ অধিকারের জন্য নিজ বাড়ীতে অনশন করছি। আমার ১৮ বছরের উপার্জন দিয়ে তিলেতিলে সংসার সাজিয়েছি। আমার ১৫ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। প্রায় ৪ বছর আগে আমাকে না জানিয়ে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করলেও মেয়ের মুখের দিকে তাকিয়ে কিছু বলিনি। কিন্তু আজ আমি নিজেই অধিকার থেকে বঞ্চিত। আমি আমার অধিকার ফেরত চাই।
বিষয় টি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। ৫আগস্ট ওই বঞ্চিত গৃহবধুর পাশে দারানোর জন্য স্থানীয় ইউপি সদস্য কে এবং কাজলী কে আত্বীয়র বাড়ী থকে বাড়ীত ফেরত আসার জন্য উকিল নোটিশ পাঠান রফিকুল ইসলাম।
ওই নোটিশে ইউপি সদস্যকে কে সতর্ক করা হয়েছে। পরে কাজলী আত্বীয়ের বাড়ী থেকে নিজ বাড়ীতে ফেরত আসলেও তাকে বাড়ীতে প্রবেশ করতে দেননি তার স্বামী। বাড়ীতে তালা লাগিয়ে পালিয়ে জান রফিকুল ইসলাম।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে সারিয়াকান্দি চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুরুল হুদা জানান, যতটুকু জানতে পেরেছি বিষয় টি পারিবারিক কোলহ। তাই স্থানীয় ভাবে মিমাংসার পরামর্শ দিয়েছি। তবে কেহ যদি আইনের সহায়তা চায় পুলিশ প্রশাসন তাকে সহযোগীতা করবে।