বগুড়ায় কমে গেছে ডেঙ্গুর প্রকোপ

বগুড়ায় কমে গেছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘন্টায় মাত্র ৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল এই সংখ্যা ছিল ১৫ জন। বর্তমানে ৪০ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারী ও বেসরকারী হাসপাতাল-ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
জেলায় এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া ৮৭৪ জন রোগীর ভাল হয়ে বাড়ি ফিরে গেছেন।
আজ বুধবার সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, গত কয়েক দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৯১৪ জন রোগী জেলার সরকারী ও বেসরকারী হাসপাতাল-কিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৮৭৪ জন রোগী ভাল হয়ে বাড়ি ফিরে গেছেন। বগুড়ায় এ পর্যন্ত কোন ডেঙ্গু রোগীর মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।