নওগাঁয় নারী ও শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন
নওগাঁর পত্নীতলায় উপজেলা চত্বরে নারী ও শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবীতে এক মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) ও ব্রতী যৌথভাবে এই কর্মসূচীর আয়োজন করে।
সকাল ১০টায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরার সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী, বিএসডিও’র প্রজেক্ট কো-অর্ডিনেটর আবু হেনা মোহাম্মদ ফিরোজ, ব্রতীর কো-অর্ডিনেটর বাবর আলী প্রমুখ।
বক্তারা নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে ব্যাপক সচেতনতা সৃষ্টি এবং অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। মানববন্ধনে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর নারীসহ প্রায় ২শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

নওগাঁ প্রতিনিধি